বরিশালে চুরি যাওয়া মোবাইল ফিরে পেলেন ভুক্তভোগী

বরিশাল নগরী থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। সেই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় ডাইরি করেন ভুক্তভোগী রাসেদ খান।
সেই ডাইরির সুত্র ধরে চলতি মাসের ২৫ তারিখে মোবাইল ফোনটি উদ্ধার করেন বরিশাল কোতয়ালী মডেল থানার এএসআই যুগল কুন্ডু।
আজ শুক্রবার (২৮মে) রাত সাড়ে ৮ টায় সেই মোবাইলটি ফিরিয়ে দেয়া হয়। সূত্রে জানা গেছে মোবাইল প্রকৃত মালিক রাশেদ খানের হাতে তুলে দেন কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম।
এবিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, আমরা অতিগুরুত্ব সহকারে এ কাজগুলো করে থাকি। আমাদের পুলিশ সদস্যরা প্রতি মাসেই অনেক মোবাইল উদ্ধার করে থাকেন।
এমবি
