বাবুগঞ্জে সংরক্ষিত এমপি লুৎফুন্নেছা খানের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত


বাবুগঞ্জে বরিশাল সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন্নেছা খান বিউটির সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম’আ উপজেলার বাবুগঞ্জ থানা জামে মসজিদে ওই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বরিশাল জেলা ইমাম সমিতির সভাপতি মাওঃ নেছার উদ্দিন খান কর্তৃক পরিচালিত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মু. আক্তার উজ-জামান মিলন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুন, বাবুগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহেআলম, সহকারী অধ্যাপক এস এম খলিলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক এম এ মতিউর রহমানসহ মসজিদের মুসল্লি ও স্থানীয় সর্বসাধারণ।
এএজে

 
                 
                                 
                                             
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                 
                                     
                                     
                                    