আমের ঝুড়িতে ছিল ৩ কার্টন ফেনসিডিল


পটুয়াখালীতে আমের ঝুড়িতে করে তিন কার্টন (৭২ পিস) ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় ছালাম খা (৪৬) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান।
এর আগে ধবার (১০ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার ডিবুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছালাম সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের উত্তর হাজিখালী ইউনিয়নের বাসিন্দা ধলুখার ছেলে।
ওসি মনিরুজ্জামান বলেন, ছালাম খা আমের ঝুড়িতে করে ফেনসিডিল নিয়ে যাচ্ছিলেন। সন্ধ্যায় সদর উপজেলার ডিবুয়াপুর গনি মিয়ার বাড়ির সামনের পুলিশের চেক পোস্টে তল্লাশির সময় তার ঝুড়িতে ৭২ পিস ফেনসিডিল পাওয়া যায়। পরে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করছে।
এইচকেআর
