ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু আহত 

ভান্ডারিয়ায় ইজিবাইকের ধাক্কায় শিশু আহত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বেপরোয়া গতিতে ইজি বাইক চালকের ধাক্কায় আব্দুল্লাহ (৬) নামের এক শিশু গুরুতর আহত হয়েছে। বর্তমানে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছে।

আহত আব্দুল্লাহ ভান্ডারিয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডের দিন মজুর মিন্টু হাওলাদারের ছেলে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায়। এবিষয়ে আহতের বাবা প্রতিকার চেয়ে ভান্ডারিয়া থানায় ওই দিন রাতে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।

অভিযোগে তিনি উল্ল্যেখ করেন,ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড তার একটি খাবারের হোটেলের সামনে শিশুটি দাড়িয়ে ছিল। এ সময় একই উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা ইজিবাইক চালক সেলিম হাওলাদার বেপরোয়া গতিতে ইজি বাইকটি পিছন থেকে সজোড়ে ধাক্কাদিলে শিশুটি ছিটকে পাশে রাস্তায় পড়ে গুরুতর আঞত হয়। তাৎক্ষনিক তাতে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকা জনত হওয়ায় দ্রুত তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

এ বিষয়ে থানাপুলিশ কার্যকর ব্যবস্থা গ্রহনের চেষ্টা করছে বলে জানান এ এস আই ইব্রাহীম।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন