জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
22222.jpg)
জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে মহানগর বিএনপি। রোববার বেলা সাড়ে ১১টায় সদর রোডস্থ দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, জিয়াউর রহমান হরণ হওয়া গণতন্ত্র উদ্ধার করেছেন। সেই গণতন্ত্র ষড়যন্ত্রের মাধ্যমে হরণ করে ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ। অথচ সেই আওয়ামী লীগ বিএনপিকে কথায় কথায় ষড়যন্ত্রকারী বলে।
অন্যদিকে দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তায় করোনার ভ্যাকসিনের জন্য সরকার প্রথম দিকে একটি দেশের ওপর নির্ভরশীল ছিলো, যা সরকারের উচিত হয়নি। ফলে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে অনিশ্চয়তায় পড়েছে বহু মানুষ।
সরকার তার বন্ধু রাষ্ট্রকে খুশি করতে গিয়ে আজ দেশের জনগণকে বিপদে ফেলেছে। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, মহানগর বিএনপির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ, সহসভাপতি সৈয়দ হাসান, সাবেক ছাত্রনেতা ও বিএনপি আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সহসভাপতি সৈয়দ হাসান, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন ও সৈয়দ আকবর, মহানগর যুবদল সভাপতি আকতারুজ্জামান শামীম, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ প্রমুখ।
সভা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে একই স্থানে জেলা বিএনপি (দক্ষিণ)-এর সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আঃ রশিদ খান, জেলা মহিলা দল সভাপতি অধ্যাপিকা ফারজানা তিথি, কোতয়ালী বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেলিম মোল্লা, জেলা কৃষকদল সভাপতি মীর মহসিন প্রমুখ।
এইচকেআর