‘৩৩৩’ নম্বরে কল : স্বাস্থ্যবিধি না মানা চার বাস চালককে অর্থদণ্ড


‘৩৩৩’ নম্বরে অভিযোগ পেয়ে গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে বরিশাল সদর উপজেলা প্রশাসন। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী পরিবহন করায় চারটি বাসের চালককে ২৫ হাজার টাকা অর্থদ- দিয়েছেন তাঁরা।
রবিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর রূপাতলী এবং কালিজিরা ব্রিজ এলাকায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না’র মোবাইল কোর্ট এই দণ্ডাদেশ দিয়েছেন।
বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেলে জানানো হয়েছে, ‘৩৩৩’ নম্বরে কল করে গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না হওয়ার বিষয়ে অভিযোগ করেন সাধারণ নাগরিকরা।
অভিযোগ পেয়ে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিশাত তামান্না’র নেতৃত্বে বরিশাল-ঝালকাঠি সড়কের কালিজিরা ও বরিশাল-পটুয়াখালী-ভোলা মহাসড়কের রূপাতলী এলাকায় অভিযান পরিচালিত হয়।
এসময় গণপরিবহনে সরকার কর্তৃক নির্দিষ্ট আসনের তুলনায় দ্বিগুন-তিনগুন যাত্রী পরিবহনের অপরাধে চারটি বাসের চালককে পৃথকভাবে ২৫ হাজার টাকা জরিমানা এবং তাৎক্ষনিকভাবে তা আদায় করা হয়।
অভিযান শেষে মোবাইল কোর্টের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত তামান্না বলেন, ‘জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না হলে কিংবা কেউ হয়রানির শিকার হলে ‘৩৩৩’ নম্বরে কল করে অভিযোগ জানাতে বলেছেন তিনি।
এমবি
