ঢাকা বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

Motobad news

ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন

ভান্ডারিয়া পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোক দিবস পালন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভান্ডারিয়ায় শুক্রবার সন্ধ্যায় পৌর আওয়ামী লীগের ১নম্বর ওয়ার্ডের উদ্যোগে স্থানীয় ৬৮নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনাসভা,মিলাদ মাহফিল এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম স্বপন সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার,জাতীয় পার্টি-জেপির উপজেলা যুগ্ম আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার,শাহারিয়ার হোসেন দুলাল মল্লিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফারুক জোমাদ্দার,উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার,লিটন পেশকার, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মান্নান উজ্জল তালুকদার, আওয়ামী লীগ নেত্রী দিনা বেপারী প্রমুখ।

শিক্ষক শফিকুল ইসলাম আযাদের সঞ্চালনায় ’৭৫এর ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার পরিবারের সদস্য সহ ঐদিন সকল শাহাদাত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন। 

এদিকে শুক্রবার দুপুরে উপজেলা হিন্দু ধর্মাবলম্বী নের্তৃবৃন্দের উদ্যোগে স্থানীয় মদন মোহন জিউ মন্দিরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা শেষে ’৭৫এর ১৫ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার পরিবারের সদস্য সহ ঐদিন সকল শাহাদাত বরণকারীদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থণায় পৌরহিত্য করেন মন্দিরের সেবায়েত সন্তোষ মুখার্জী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা হিন্দু,বৌদ্ধ,খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু,উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু সহ উপজেলা,পৌর,এবং সকল ইউনিয়নের হিন্দু নের্তৃবৃন্দ প্রার্থণায় অংশনেন। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন