ইন্দুরকানীতে চালককে অচেতন করে ইজিবাইক চুরি

ইন্দুরকানীতে দিনদুপুরে চালককে পানের সাথে চেতনাশক ওষুধ খাইয়ে হাসপাতালের সামনে থেকে ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার উত্তর বালিপাড়া গ্রামের বাবুল মৃধার ছেলে রাজিব মৃধা (২২) রোগী নিয়ে হাসপাতালে আসে। রোগী নামিয়ে হাসপাতালের সামনে গাড়ী থামিয়ে কথা বলছিল তখন অপরিচিত এক ব্যক্তি তাকে পান খাওয়ায়। পান খাইলে ইজিবাইক চালক রাজিব অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালের সামনের টুলে শোয়াই রেখে গাড়ী নিয়ে পালিয়ে যায়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত নার্সরা থাকেইজিবাইক চালককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে প্রাথমিক চিকিৎসার পর পিরেজপুর সদর হাসপাতালে পাঠায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নণী গোপাল জানান, ইজিবাইক চালককে চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে। সে অসুস্থ তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ইজিবাইক চালকের পিতা বাবুল মৃধা জানান, একমাস আগে কিস্তিতে আমার ছেলেকে ইজিবাইক কিনে দিয়েছে। আমার ছেলেকে অচেতন করে ইজিবাইক নিয়ে গেছে। আমি কিভাবে কিস্তি দিব।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, অচেতন ইজিবাইক চালককে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সুস্থ হলে এ বিষয় ব্যবস্থ গ্রহণ করা হবে।
এইচকেআর