ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

Motobad news

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ যেখানে এগিয়ে, যেখানে পিছিয়ে

শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ যেখানে এগিয়ে, যেখানে পিছিয়ে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান শ্রীলঙ্কা এগিয়ে রাখছে বটে। ১২ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪ বার, বাকি জয় লঙ্কার।

যদিও সবশেষ ৬ লড়াইয়ে সমানে সমান তিনটি ম্যাচ জিতেছে দুই দেশ। তবে অন্য হিসেব দেখলে কিছুটা এগিয়েই আছে বাংলাদেশ। সর্বোচ্চ দলী রানে লঙ্কার চেয়ে এগিয়ে টাইগাররা। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে ২১৫ রান করেছিল বাংলাদেশ। একই বছর বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ দলীয় স্কোর ৬ উইকেটে ২১৪।

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সর্বোচ্চ রান সংগ্রাহক কুশল পেরেরা। টাইগারদের বিপক্ষে তিনি করেছেন ৩৬৬ রান। তবে উইকেট পাওয়ার বিচারে বাংলাদেশের সাকিব আল হাসান সবার ওপরে। শ্রীলঙ্কার বিপক্ষে তিনি পেয়েছেন ১২ উইকেট।
 
আবার ব্যক্তিগত সর্বোচ্চ রানের হিসেবটা সমান সমান। বাংলাদেশের পক্ষে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস সাব্বির রহমানের। ২০১৬ সালে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৮০ রান করেন সাব্বির। শ্রীলঙ্কার পক্ষে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেন চারিত আসালাঙ্কার। ২০২১ সালে শারজায় তিনি করেছিলেন অপরাজিত ৮০ রান।
তবে বোলিংয়ে সেরা টাইগাররা। মোস্তাফিজুর রহমান ২০১৭ সালে কলম্বোতে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার সেরা বোলিং লাসিথ মালিঙ্গার। ২০১৪ সালে চট্টগ্রামে ২০ রানে নিয়েছিলেন ৩ উইকেট নিয়েছিলেন এই পেসার।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন