ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫

Motobad news

পাকিস্তানকে চাপে রেখেছে হংকং

পাকিস্তানকে চাপে রেখেছে হংকং
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাঁচামরার ম্যাচ। যে দল জিতবে, তারাই নাম লেখাবে সুপার ফোরে। এমন সমীকরণের ম্যাচে ভালো সূচনা করেছে হংকং। শক্তিশালী পাকিস্তানকে চাপে রেখেছে তারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক বাবর আজম।

হংকং স্পিনার এহসান খানকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন বাবর (৮ বলে ৯)। দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান।এরপর দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নিচ্ছেন ফাখর জামান আর মোহাম্মদ রিজওয়ান। পাওয়ার প্লের ৬ ওভারে পাকিস্তান তোলে ১ উইকেটে ৪০ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান। ফাখর জামান ১৬ আর রিজওয়ান ১৭ রানে অপরাজিত আছেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন