ইজিবাইক থেকে স্ত্রীর ধাক্কা, কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট স্বামী

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর ধাক্কায় চলন্ত অটো রিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামীর মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
ঘটনাটি রবিবার (৩০ মে) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ-ঢাকা লিঙ্ক রোডের ভুইগড় কড়ুইতলা এলাকায়। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক ও নিহতের স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট-২২-৫৮০১) টি আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও তাদের বহনকারী ব্যাটারি চালিত অটো রিকশা (ইজিবাইক) চালক রাফেল জানায়, গত রবিবার রাতে একজন পুরুষ ও একজন মহিলা শিবু মার্কেট থেকে তার ইজিবাইকে যাত্রী হয়ে উঠে। পথিমধ্যে তারা একে অপরের মধ্যে ঝগড়ায় লিপ্ত হয়। এসময় মহিলাটিকে পুরুষ লোককে উদ্দেশ্য করে বলতে শোনা যায় যে তুমি আরেকটি বিয়ে করেছো কেনো?
মূলত এ কথা নিয়েই তাদের মধ্যে ইজিবাইকে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝগড়া হাতাহাতির পর্যায়ে পৌঁছালে আমি তাদেরকে বাধা দিয়ে নামিয়ে দেয়ার কথা বলি। পরে ভুইঘর কড়ই তলা পৌঁছালে মহিলাটি ধাক্কা মেরে পুরুষ লোককে রাস্তায় ফেলে দেয়। এ সময় পেছন থেকে আসা চলন্ত একটি কাভার্ডভ্যান পুরুষ লোকটিকে চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, স্বামী-স্ত্রী ইজিবাইকের যাত্রী ছিলো। ইজিবাইকে বসেই তারা ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। সে সময় স্ত্রী তার স্বামীকে ধাক্কা মারলে স্বামী ইজিবাইক থেকে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্ক রোডের সড়কের উপর ছিটকে পরে। ঠিক এমন সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান স্বামীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই স্বামীর মৃত্যু হয়। পালিয়ে যায় স্ত্রী। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় এবং কাভার্ডভ্যানটি আটক করতে সক্ষম হয়। নিহতের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।
এমবি
