ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

অপহরণে ব্যর্থ হয়ে ববি শিক্ষার্থীকে কুপিয়েছে সাবেক প্রেমিক

অপহরণে ব্যর্থ হয়ে ববি শিক্ষার্থীকে কুপিয়েছে সাবেক প্রেমিক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

অপহরণে ব্যর্থ হয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে তার সাবেক প্রেমিক। রবিবার সকালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাটাদিয়া বাড়ৈকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। সাবিনা আক্তার নামের ওই শিক্ষার্থীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছুরিকাঘাতে গুরুতর আহত সাবিনা বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং প্রথম বর্ষের ছাত্রী এবং বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কালিদাশিয়া গ্রামের ফজলে আলী খানের মেয়ে।

এছাড়া অভিযুক্ত ইব্রাহিম বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে এবং তিনি পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

আহত সাবিনা জানিয়েছেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসা যাওয়ার পথে পরিচয় হয় ইব্রাহিমের সাথে। পরিচয় থেকে প্রেমের সম্পর্ক হয় তাদের। তবে ইব্রাহিমের পূর্বে বিয়ে থাকার বিষয়টি গোপন রাখে।

তাদের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে সাবিনাকে একই উপজেলার চরাদি ইউনিয়নের বলইকাঠি গ্রামের বাসিন্দা এবং ঢাকার ব্যবসায়ী মিলন খানের সাথে বিয়ে দিয়ে দেয়। বর্তমানে তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

সাবিনা জানান, ‘অন্যের সাথে বিয়ে হয়েছে জেনে সাবেক প্রেমিক ইব্রাহিম তাকে বিয়ে করতে চায়। এতে রাজি না হওয়ায় ইতিপূর্বে কয়েক দফা তাকে এবং তার স্বামীর বাড়িতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে আসে।

সবশেষ রবিবার সকালে মা ফাতেমা বেগম ও তিন বছর বয়সী পুত্র সন্তান সাবিদকে সাথে নিয়ে উপজেলার কাটাদিয়ায় কাজে যান। সেখান থেকে ফেরার পথে সাবেক প্রেমিক ইব্রাহিম, খালা পানুসহ ৩-৪ জন তাদের পথরোধ করে। এক পর্যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সাবিনা আক্তারকে অপহরণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে হাতে থাকা ছুড়ি দিয়ে সাবিনা’র মুখমণ্ডল কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় সাবিনাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলায় সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

তবে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আলাউদ্দিন মিলন বলেন, ‘এ ধরনের কোন ঘটনা আমার জানা নেই। তাছাড়া এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ