কেন্দ্রীয় বিএনপির ভার্চুয়াল সভা


জিয়াউর রহমানের শাহাদাত বার্ষির্কী উপলক্ষে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে পৃথকভাবে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১জুন) সকাল ১০টায় বিএনপি দলীয় কার্যালয়ে বসে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সামনে বক্তব্য তুলে ধরেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ । এসময় কেন্দ্রীয়ভাবে ভার্চুয়াল প্রোগ্রাম আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান এ্যাড জয়নাল আবেদীন, বিএনপি নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ এ্যাড, বিলকিস জাহান শিরিন,সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান.মাহাবুবুল হক নান্নু।
ভার্চুয়াল আলোচনা সভায় বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব এ্যাড মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান,সহ-সাধারন সম্পাদক আনয়ারল হক তারিন,মহানগর শ্রমিকদল সাধারন সম্পাদক ফয়েজ আহমেদ খান, জেলা স্বেচ্ছাসেবকদল সহ-সভাপতি জাহিদুল ইসলাম সমির ও মহানগর যুবদল সহ-সভাপতি সাজ্জাদ হোসেন প্রমুখ।
অপরদিকে সাবেক সংসদ সদস্য ও বরিশাল উত্তর জেলা সভাপতি মেজবা উদ্দিন ফরহাদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেয় উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,সহ-সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আঃ রব খান,যুগ্ম সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ লাল্টু, সাংগঠনিক সম্পাদক আঃ সত্তার খাঁন,দপ্তর সম্পাদক এ্যাড, নুরল আলম রাজু প্রমুখ।
এইচকেআর
