ঢাকা রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Motobad news

কলাপাড়ায় ডিজেল পাচাকারী দলের তিন সদস্য গ্রেফতার

কলাপাড়ায় ডিজেল পাচাকারী দলের তিন সদস্য গ্রেফতার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কলাপাড়ায় আন্ধানমানিক নদী পথে পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রলার চার হাজর নয় শত লিটার ডিজেলসহ তিন চোরা কারবারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড সদস্যরা। 

জানা গেছে, দীর্ঘদিন যাবত  পায়রা সমুদ্র বন্দর  আন্ধারমানিক নদী পথে একদল চোরাকারবারীরা ডিজেল পাচার করে আসছে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পায়রা বন্দর কোস্টগার্ড সিকিউরিটি স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম, কামাল উদ্দিন ২০ টি কন্টেইনারে রাখা চার হাজার ৯০০ লিটার ডিজেলসহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো,মিজানুর রহমান (২৫), মেহেদী হাসান (২৩), পান্না মিয়া(২৭)।

এব্যাপারে কোস্টগার্ড বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। ভারপ্রাপ্ত কর্মকর্তা কলাপাড়া থানা ইনচার্জ বলেন, গ্রেফতারকৃতদেরকে কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। পরে বিচারক তাদেরকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন