ঢাকা শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩

Motobad news

পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাল ভারত

পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাল ভারত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়ল ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ জেতার রেকর্ড গড়ল ভারত। তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নজির স্পর্শ করলেও এককভাবে রেকর্ডটি নিজেদের করে নেওয়া সুযোগ থাকছে।

এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে ২০টি ম্যাচ জিতে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তিন বছর পর রেকর্ডটি স্পর্শ করল।

টিম ইন্ডিয়ার সামনে অবশ্য হায়দ্রাবাদেই সুযোগ থাকছে পাকিস্তানকে টপকে এই রেকর্ডটি এককভাবে নিজেদের নামে করার। পাশাপাশি সিরিজও নিশ্চিত করতে পারবে দলটি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন