ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

৪০ দিন দিনেও ফেরেনি ১১ জেলে

৪০ দিন দিনেও ফেরেনি ১১ জেলে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বঙ্গোপসাগর ঝড়ের কবলে ট্রলার ডুবে পটুয়াখালীর বাউফল উপজেলার ১২ জেলে নিখোঁজ হন গত ১৯ আগস্ট। তাঁদের মধ্যে একজনের খোঁজ পাওয়া যায়নি। বাকি ১১ জেলে সাগরে ভাসতে ভাসতে ভারতে চলে যান। তবে ৪০ দিন পার হলেও তাঁরা দেশে ফিরতে পারেননি।

ওই জেলেরা কখন ও কীভাবে বাংলাদেশে আসতে পারবেন, এ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্য ও স্বজনেরা। তাঁরা জেলেদের ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা, নিখোঁজ জেলে ও ভারতে অবস্থান নেওয়া জেলেদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ আগস্ট সকাল সাতটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য (মেম্বার) বর্তমানে চন্দ্রদ্বীপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারী (৫০) উপজেলার চরমিয়াজান গ্রামের সুমন ব্যাপারী, সোহরাব মাঝি, জসিম বয়াতি, আবুল মাতুব্বর; ডিয়ারাকচুয়া গ্রামের ফিরোজ খলিফা, কায়েস হাওলাদার, কামলা সরদার; রায়সাহেব গ্রামের সবুজ ব্যাপারী; ছোটডালিমা গ্রামের জসিম হাওলাদার; ভোলার লালমোহন উপজেলার নাজিরপুর গ্রামের মোতাহার হোসেন; বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের করিম হোসেন রাঢ়ীসহ মোট ১২ জন জেলেকে নিয়ে তাঁর (বাবুল ব্যাপারী) এফবি সামিরা নামে মাছ ধরার ট্রলারে করে বঙ্গোপসাগরে মাছ শিকারের জন্য রওনা হন। ১৭ আগস্ট তাঁরা মাছ শিকারে নামেন। ১৯ আগস্ট মাছ ধরার ট্রলারটি ঝড়ের কবলে পড়ে বেলা ১১ টার দিকে ডুবে যায়। তাঁদের মধ্যে জসিম হাওলাদার নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় ২১ আগস্ট বাবুল ব্যাপারীর ছেলে আসিফ ব্যাপারী (১৯) বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বাবুল ব্যাপারীর ছেলে মো. আসিফ ব্যাপারীর ভাষ্য মতে, তাঁর বাবা ২১ আগস্ট রাত ১১টার দিকে তাঁকে মুঠোফোনে কল দেন। তখন তিনি (বাবুল) তাঁকে (আসিফ) বলেন, ভারতে আছেন, চিকিৎসা নিচ্ছেন। ১২ জনের মধ্যে ১১ জন একসঙ্গেই আছেন। একজনকে এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গত মঙ্গলবার রাতে ভারতের চব্বিশ পরগনায় থাকা বাবুল ব্যাপারী সঙ্গে হোয়াটসঅ্যাপে এই প্রতিবেদকের কথা হয়। বাবুল ব্যাপারী বলেন, ট্রলার ডুবে গেলে তাঁরা ১২ জন বাঁশ ও প্লাস্টিকের পট ধরে ভাসতে থাকেন। একপর্যায়ে জসিম হাওলাদার তাঁদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। পরের দিন বিকেলবেলা ভারতের মোল্লা খালি কোস্টাল থানার তালপট্টি জঙ্গলে তাঁরা আশ্রয় নেন। এর পরের দিন ওই জঙ্গলের পাশ দিয়ে একটি ট্রলার যাচ্ছিল। ওই ট্রলারে করে তাঁদের চব্বিশ পরগনার জীবনতলা থানার মৌখালী গ্রামে নিয়ে যাওয়া হয়। ট্রলারমালিক জোনাব মোল্লা তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে পুলিশ তাঁদের থানায় নিয়ে যায়। থানা থেকে জোনাব মোল্লা তাঁদের তাঁর (জোনাব মোল্লা) জিম্মায় নিয়ে যান। সেই থেকে তাঁরা জোনাব মোল্লার বাসভবনে আছেন। তাঁদের সঙ্গে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আরও পাঁচ জেলে আছেন।

বাবুল ব্যাপারী আরও বলেন, ‘ঝড়ের কবলে পড়ে অনিচ্ছা সত্ত্বেও তাঁরা ভারতে চলে এসেছেন। দেশে ফিরে যেতে বাংলাদেশ ও ভারতের কর্মকর্তাদের তেমন কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না।

বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, ভারতে থাকা জেলেদের ফিরিয়ে আনা নিয়ে চরম

উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিনাতিপাত করছেন ওই জেলেদের পরিবারের সদস্য ও স্বজনেরা। তিনি ওই জেলেদের ফিরিয়ে আনাসহ জেলে পরিবারগুলোকে সরকারিভাবে আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানান।

পটুয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘বিষয়টি জেনেছি। জেলেদের ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। ঝড়ের কবলে পড়া ওই জেলেদের দ্রুত ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোসহ অনুরোধ করা হবে।’


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন