ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • বিচারক রকিবুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানালেন পিপি কাজী বসির উদ্দিন যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম বরিশালে জাল টাকা ও বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ৪ দুর্যোগপূর্ণ আবহাওয়া: ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ বরগুনা জেলা নির্বাচন অফিসে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ কাগজপত্র সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় শহীদ’, ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা কেন নয় বরিশালের ৬টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা মিটফোর্ডে হত্যার শিকার সোহাগের পরিবারের পাশে বিএনপি পিরোজপুরে পথসভা থেকে ফেরার সময় এনসিপি নেতার ওপর হামলা
  • টিকটক করে শাস্তির মুখে ১৩ পুলিশ সদস্য

    টিকটক করে শাস্তির মুখে ১৩ পুলিশ সদস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাহিনীর পোশাক পরে আপত্তিকর, দৃষ্টিকটু এবং বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো ভিডিও টিকটকে আপলোড করে শাস্তির মুখে পড়ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৩ সদস্য। এদের মধ্যে ৮ জন নারী পুলিশ সদস্য রয়েছেন।

    ডিএমপিতে কর্মরত অবস্থায় এসব ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করা পুলিশের এই সদস্যরা বিভিন্ন জেলা পুলিশ ও ইউনিটে কর্মরত আছেন।

    দেশের বিভিন্ন জেলা ও ইউনিটে কর্মরত এসব সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট জেলা ও ইউনিটকে চিঠি দিয়েছে ডিএমপি।

    সম্প্রতি ডিএমপির উপ-কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আব্দুল মোমেন সম্প্রতি এক চিঠিতে এই ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

    বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ডিএমপির এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

    ডিএমপি সূত্র জানায়, টিকটক করা ১৩ পুলিশ সদস্য বিভিন্ন সময় ডিএমপিতে কর্মরত ছিলেন। শাস্তির মুখোমুখি হতে যাওয়া ১৩ পুলিশ সদস্যের মধ্যে একজন নায়েক ও ১২ জন কনস্টেবল পদমর্যাদার।  

    টিকটকার ১৩ পুলিশ সদস্য হলেন—কনস্টেবল আইরিন আক্তার (পিরোজপুর), আয়েশা বেগম (টাঙ্গাইল), সমাপ্তি ইসলাম (পিটিসি, রংপুর), আবু হানিফা নিপু (হবিগঞ্জ), রিপন চাকমা (আরআরএফ, চট্টগ্রাম), রিমন বড়ুয়া (আরআরএফ, চট্টগ্রাম), মো. রায়হান উদ্দিন (আরআরএফ, চট্টগ্রাম), কামরুন্নাহার আক্তার (নোয়াখালী), শাহানা পারভীন শম্পা (মাগুরা), মোছা. রশনি ইয়ারা (পিটিসি, টাঙ্গাইল), রেজাউল করিম (আরআরএফ, চট্টগ্রাম), মো. আশিকুল হক (ঝালকাঠি) ও নায়েক সাকিরা আক্তার (হবিগঞ্জ)।

    গত বছর ডিএমপির বিভিন্ন ইউনিটে কর্মরতদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছিল। পুলিশের ইউনিফর্ম পরে টিকটক-লাইকির মতো ভিডিও বানাতে বা শেয়ার করার ক্ষেত্রে পুলিশ সদস্যদের সতর্ক করা হয়।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ