মুলাদীতে অন্ত:সত্ত্বাসহ ৩ জনকে কুপিয়ে-পিটিয়ে আহত


মুলাদী উপজেলার চরকালেখাঁন ইউনিয়নে ৯নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরধরে অন্ত:সত্ত্বাসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে চরকালেখান ইউনিয়নে ২ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে রহমান আলী আকন, পুত্র মোতাহার আকন, আতাহার আকন ও পুত্র বধূ হোসনেয়ারার নেতৃত্বে মৃত: আ: করিম আকনের কন্যা ময়না, অন্ত:সত্ত্বা আয়শা ও লিপি আক্তার কে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বাড়ী ঘর ছেড়ে যাওয়ার হুমকি প্রদান করেন।
আহত ময়না আক্তার জানান, আমার পিতা ও মাতা মারা যাওয়ার দুই ভাই মানুসিক প্রতিবন্ধী নিয়ে আমরা খুব কষ্টে জীবন জীবিকা নির্বাহ করছি। সে সুযোগে আমার চাচা ও চাচাতো ভাইয়েরা আমাদের জায়গা জমি থেকে উচ্ছেদ ও দখল করার জন্য অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে, ঘটনার সময় মোতহার আমাকে খুন করার উদ্দেশ্যে কাঁচি দিয়ে কুপিয়ে ও আমার অন্ত:সত্ত্বা বোনকে পেটে লাথি মেরে গুরুতর আহত করে।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে মুলাদী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় ময়না বেগম বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করছেন বলে জানিয়েছেন। এলাকাবাসী অন্ত:সত্ত্বার ওপর হামলার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিচার দাবি করছেন।
এমবি
