ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

মাস্টার্সে ৫০ শতাংশ ফি ছাড় দেবে বিআইসিএম

মাস্টার্সে ৫০ শতাংশ ফি ছাড় দেবে বিআইসিএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দিন যতই যাচ্ছে পুঁজিবাজারের আকার ততই বড় হচ্ছে। বাড়ছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা। তবে, পুঁজিবাজার বিষয়ে লেখাপড়া করা জনবলের ঘাটতি আছে। এ ঘাটতি পূরণে অনেকেই মাস্টার অব অ্যাপ্লাইড ফাইন্যান্স অ্যান্ড ক্যাপিটাল মার্কেট (এমএএফসিএম) বিষয়ে পড়ালেখা করতে আগ্রহী হচ্ছেন। এমএএফসিএম কোর্সে ৫০ শতাংশ টিউশন ফি ছাড় দেবে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানীর তোপখানা রোডে বিআইসিএম ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার এ তথ্য জানিয়েছেন। এ সময় ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি জিয়াউর রহমান, বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন উপস্থিত ছিলেন। 

ড. মাহমুদা আক্তার জানিয়েছেন, মাস্টার্সে মোট একান্ন ক্রেডিটের এ প্রোগ্রামের প্রতি ক্রেডিটে ফি ৪ হাজার টাকা। এর ওপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ ঘোষণা দেয় বিআইসিএম। তবে, শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া পরীক্ষা ফি আলাদাভাবে দিতে হবে।

তিনি বলেছেন, ‘বাংলাদেশকে উন্নত দেশের কাতারে আসীন করতে হলে প্রয়োজন দ্রুত শিল্পায়ন, বৃহদাকারের অবকাঠামো ও টেকসই উন্নয়ন। এজন্য দরকার দীর্ঘমেয়াদি অর্থায়নের সহজ ব্যবস্থা। একটি গতিশীল ও ক্রমপ্রসারমান পুঁজিবাজার ছাড়া এ অর্থায়নের যোগান দেওয়ার আর কোনো সহজ উপায় নেই। পুঁজিবাজারকে শক্তিশালী করতে প্রয়োজন প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ। বিআইসিএম তার শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে দেশের পুঁজিবাজারের বিকাশের উদ্দেশ্যকে সামনে রেখে দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরিতে সরাসরি ভূমিকা রাখছে।’

তিনি আরও বলেছেন, ‘ইনস্টিটিউটের একাডেমিক কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধি এ কোর্স ফি ছাড় দেওয়ার প্রস্তাব উত্থাপন করেন। কোর্স ফি ছাড়ের ফলে এ প্রোগ্রামে ভর্তিচ্ছুদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হবে। তারা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে তাদের ক্যারিয়ার গড়ার জন্য এ প্রোগ্রামে অধিক আগ্রহী হয়ে ভর্তি হবে।’


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন