পতিত সরকারের দোসররা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায়: সরোয়ার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেছেন, পতিত সরকার বর্তমানে ভারতে পলায়নরত অবস্থায় রয়েছে। তবে তাদের দোসররা এখনো বাংলাদেশে অবস্থান করছে, যারা দেশের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করতে চায়।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তফশিল ঘোষণার পর দেশ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং নিরপেক্ষ সরকারের অধীনে ভোট অনুষ্ঠিত হবে-এটা তারা জানে। কিন্তু যাতে দেশে শান্তিপূর্ণ নির্বাচন না হতে পারে, সেজন্য বিভিন্ন জায়গায় আগুন লাগানো হচ্ছে, মানুষ হত্যা করা হচ্ছে। এসব নাশকতা রোধে দলের নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ সংগ্রামেও বিএনপি, আগামী দিনের ভোটেও বিএনপি।
হাদির ওপর গুলির ঘটনাকে নাশকতার অংশ দাবি করে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, হাদির ওপর যারা গুলি চালিয়েছে এবং যারা নাশকতা সৃষ্টি করছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রার্থী হিসেবে আমি আতঙ্কিত নই; তবে এসব পরিস্থিতি মোকাবিলা করেই আমাদের এগিয়ে যেতে হবে।
এর আগে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এইচকেআর