চাঁপাইনবাবগঞ্জ কমিউনিটি পুলিশিং ডে পালিত


“কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃংখলা সর্বত্র“ প্রতিপাদ্যে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার সকালে র্যালি, আলোচনাসভা ও কেক কর্তণের আয়োজন করে জেলা পুলিশ ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমানের (সদর সার্কেল) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট একেএম গালিভ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব পৌর মেয়র মো. মোখলেসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিমুদ্দৌলা চৌধুরী।
সভায় সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আমিনুল হক আবিরের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শঙ্কর কুমার কুন্ডু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের জেলা সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এ এম ফজল-ই-খুদা পলাশ (প্রশাসন ও অর্থ)।
বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ধারণা মূলত রবার্ট পিলের গণমুখী পুলিশিং এর মূলনীতি হতেই গ্রহণ করা হয়েছে। অপরাধ যাতে ঘটতে না পারে সেই লক্ষ্যে কমিউনিটি পুলিশিং এর যাবতীয় কর্মকান্ড পরিচালিত হয়। কারণ কমিউনিটি পুলিশিং হচ্ছে পুলিশ ও জনগনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ সমস্যা সমাধানের একটি প্রতিষ্ঠান।
সভা শেষে শিবগঞ্জ থানার এসআই মো. সাইফুল ইসলামকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার (সিপিও) হিসেবে এবং বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হবার পাঁচ বছরের মধ্যে ৬০ হাজার ৯৮১ টি কমিটির মাধ্যমে ১১ লাখ ১৭ হাজার ৮০ জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে কাজ করছেন বলে জানানো হয় আলোচনা সভায়।
এইচকেআর
