ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন

দেশের ৭০-৮০ ভাগ মানুষ অনাহারে-অর্ধাহারে আছে

দেশের ৭০-৮০ ভাগ মানুষ অনাহারে-অর্ধাহারে আছে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশের ৭০ থেকে ৮০ ভাগ মানুষ অনাহারে-অর্ধাহারে আছে, কেউ খোঁজ রাখে না। সরকার দেশের প্রবৃদ্ধি তুলে ধরে। মেগা প্রকল্প দেখিয়ে উন্নয়নের কথা বলে। কিন্তু, মেগা প্রকল্পের নামে একটি চক্র বড় লোক হচ্ছে। তারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে।

মঙ্গলবার দলের জাতীয় যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সংহতি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। জাতীয় যুব সংহতির আহ্বায়ক এইচ এম শাহরিয়ার আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন।

সভায় জি এম কাদের বলেন, দেশের মানুষ যেন খাঁচায় বন্দি হয়ে আছে। মানুষকে এই বন্দিদশা থেকে মুক্তি দিতে হবে। এজন্য যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্পিকারের আশ্বাসে সংসদে ফিরেছে জাতীয় পার্টি এ কথা জানিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বিরোধীদলীয় নেতা নির্বাচনের বিষয়ে স্পিকার সময় চেয়েছেন। তিনি বলেন, সমাধান না হলে আমাদের হাতে বিকল্প অপশন আছে। বিভক্তি সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল। জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে, থাকবে।

জাতীয় পার্টি ক্ষমতাসীন আওয়ামী লীগের তল্পিবাহক নেতাকর্মীদের এমন অভিযোগ দীর্ঘদিনের। তাই সবার দাবি ছিল জাপা আওয়ামী লীগের বলয় থেকে বের হয়ে স্বাধীন রাজনীতি করার। এ প্রসঙ্গ তুলে ধরে জি এম কাদের বলেন, সোনার খাঁচায় বন্দি একটি পাখি কখনোই সুখি হতে পারে না। ঠিক তেমনই, অধিকার ছাড়া কোনো দেশের মানুষ ভালো থাকতে পারে না।

তিনি বলেন, এদেশ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এদেশ আমাদের, এদেশের মালিক সাধারণ মানুষ। দেশের সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতি যেন ব্যবসায় পরিণত হয়েছে, যারা রাজনীতি করবে সব অধিকার যেন তাদের জন্যই। দেশের সাধারণ মানুষের জন্য কোনো অধিকার নেই।

সভায় আরও বক্তব্য রাখেন দলেল মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি, মীর আব্দুস সবুর আসুদ, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, নাজমা আখতার এমপি, মো. হেলাল উদ্দিন, দ্বীন ইসলাম শেখ, শেখ সারোয়ার, শফিকুল ইসলাম দুলাল, নেওয়াজ আলী ভূঁইয়া, এডভোকেট মাঈন উদ্দিন মাইনু, আবু নাসের বাদল, মো. সাহীদ আলম, মো. জিয়াউর রহমান বিপুল, কাজী শাহীন আলীম, মো. নজরুল ইসলাম প্রমুখ।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন