ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

Motobad news

ফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিলো ভারত

ফাইনালে যেতে ইংল্যান্ডকে ১৬৯ রানের লক্ষ্য দিলো ভারত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

শুরুতেই ফিরলেন লোকেশ রাহুল। চাপ সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হলেন রোহিত শর্মা।

বিরাট কোহলি একপ্রান্ত আগলে রেখে হাফ সেঞ্চুরি করলেন। আরেক প্রান্তে ঝড় তুললেন হার্দিক পান্ডিয়া। ভালো শুরু না পেলেও লড়াই করার মতো সংগ্রহ শেষ অবধি পেয়েছে ভারত।  

বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে বিশ্বকাপের সেমিফাইনালে জেতার জন্য ১৬৯ রান করতে হবে ইংল্যান্ডকে। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে তাদের সামনে এই লক্ষ্য দিয়েছে ভারত।  

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে এসে প্রথম উইকেট হারায় ভারত। ৫ বলে ৫ রান করে ক্রিস উকসের বলে উইকেটের পেছনে জশ বাটলারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান উদ্বোধনী ব্যাটার লোকেশ রাহুল।  

এরপর রোহিতের সঙ্গে ৪৭ রানের জুটি গড়েন কোহলি। ক্রিস জর্ডানের বলে ডিপ মিডউইকেটে দারুণ ক্যাচ ধরেন শ্যাম কারান। ২৮ বলে ২৭ রান করে ফিরতে হয় রোহিত শর্মাকে। এই টুর্নামেন্টে ভারতের বড় আশার নাম সূর্য কুমার যাদব। তিনিও নিজের ইনিংস বড় করতে পারেননি।  

১০ বলে ১৪ রান করে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে সূর্য ফেরেন আদিল রশিদের বলে। এরপর হার্দিকের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন কোহলি। তিনি পেয়ে যান চলতি টুর্নামেন্টে নিজের চতুর্থ হাফ সেঞ্চুরির দেখাও।  

৪০ বলে ৫০ রান করে ক্রিস জর্ডানের বলে আদিল রশিদের দুর্দান্ত ক্যাচ হয়ে ফিরতে হয় কোহলিকে। তবে অন্য প্রান্তে বোলারদের নিয়ে ছেলেখেলায় মাতেন পাান্ডিয়া। একটা সময় দলের রান দেড়শ হবে কি না তা নিয়েও সংশয় ছিল।  

কিন্তু দলকে দারুণভাবে এগিয়ে নেন হার্দিক। ইনিংসের শেষ বলে হিট উইকেট হওয়ার আগে ৪ চার ও ৫ ছক্কায় ৩৩ বলে ৬৩ রান করেন হার্দিক। ইংলিশদের পক্ষে ৪ ওভারে ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন জর্ডান।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন