ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

রাজাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 

রাজাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু প্রমূখ। 

মেলায় অবস্থিত ৪টি প্যাভিলিয়নে মোট ২০টি স্টলে উপ‌জেলার বি‌ভিন্ন দপ্তর, সেবামূলক প্রতিষ্ঠান, স্কুল ও ক‌লে‌জের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। 

পরে কুইজে অংশগ্রহণকারীদের মাঝে ১ম, ২য় ও ৩য় স্থানে পুরস্কার বিতরণ করা হয়।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন