ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার ভোলায় নদীভাঙন রোধে পদক্ষেপের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও
  • কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামি খাগড়াছড়ি থেকে আটক 

    কাঁঠালিয়ায় হত্যা মামলার আসামি খাগড়াছড়ি থেকে আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আপন ভাই ফিরোজ হাওলাদাকে(৫৫) হত্যা মামলার একমাত্র আসামি ছোট ভাই রুহুল আমিনকে (৫০) খাগড়াছড়ির মানিকছড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শুক্রবার কাঁঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে খাগড়াছরির মানিকছড়ি থেকে এসআই জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত রুহুল আমীন উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত সফিজ উদ্দিন হাওলাদারের ছোট ছেলে ও নিহতের আপন ছোট ভাই।

    নিহতের স্ত্রী ও মামলার বাদী রানী বেগম জানান, আমার স্বামীর হত্যাকারী রুহুল আমীনকে গ্রেপ্তার করায়  কাঁঠালিয়া থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, কয় বছর আগে গ্রামীণ ব্যাংকের এক মাঠকর্মীকে হত্যার দায়ে রুহুল আমিন যাবজ্জীবন সাজা ভোগ করে এসেই আমার স্বামীকে হত্যা করে।

    থানা অফিসার ইনচার্জ মো. মুরাদ আলী জানান, ফিরোজ হাওলাদার হত্যা মামলায় খাগড়াছড়ির মানিকছড়ি থেকে পুলিশ রুহুল আমিনকে গ্রেপ্তার করে। আসামিকে নিয়ে আসা হয়েছে।

    উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের মৃত শফিজ উদ্দিন হাওলাদারের মেঝ ছেলে রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারের সাথে তারই আপন ছোট ভাই রুহুল আমিনের পারিবারিক বিষয়ে জমিজমা নিয়ে তর্কবির্তক হয়। এর এক পর্যায় রুহুল আমিন ধারলো দাও দিয়ে কুপিয়ে তাঁর আপন মেঝ ভাই রাজমিস্ত্রী ফিরোজ হাওলাদারকে হত্যা করে। পরে এ ঘটনায় নিহতের স্ত্রী রানী বেগম বাদী হয়ে রুহুল আমিনকে আসামি করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ