কলাপাড়ায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত


কলাপাড়া পৌর শহরের শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে স্কুল ব্যাংকিং কনফারেন্স শুরু হয়। বাংলাদেশ ব্যাংকের সহায়তায় শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এ কনফারেন্সের আয়োজন করে।
শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক বরিশাল অঞ্চলের পরিচালক বিষ্ণুপদ কর। তিনি তাঁর বক্তব্যে বলেন, 'ছাত্র-ছাত্রীরা স্কুলের পড়াশোনার খরচ নিজ হিসাব থেকে অনলাইনে পরিশোধ করতে পারবে। আমরা সে ব্যবস্থা নিশ্চিত করেছি। শিক্ষার্থীরা ক্রেডিট গ্যারান্টি স্কিমের আওতায় লোন নিতে পারবে। শিক্ষার্থীদের ভবিষ্যতে শিক্ষা বীমার আওতায় নেয়ার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা ব্যক্তিগতভাবে লাভবান হবে।'
এ সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল মহসিন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. নেয়ামত উল্লাহ,বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ধুলাসার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী শামস সিদ্দিকা পিয়া। কনফারেন্স' এ স্বাগত বক্তব্য রাখেন,শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের এফ সি এ, হেড অফ ফাইনান্সিয়াল ইঙ্কলুসন মো. আশফাকুল হক।
পটুয়াখালী জেলায় সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, পূবালী, ব্যাংক এশিয়া, বেসিক, কৃষি, সিটি, ডাচবাংলা, প্রিমিয়ার, আলআরাফা ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা চালু করেছে বলে কনফারেন্সে জানানো হয়।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার' গানের সাথে ঢাকা থেকে আগত নৃত্য শিল্পীদের নৃত্য পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের নিবেদনে ভিডিও চিত্র 'স্বপ্ন' প্রদর্শন করা হয়। এ ছাড়া কলাপাড়া শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ 'গম্ভীরা' পরিবেশন করে। বিভিন্ন স্কুলের ২৯ জন শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে। অংশগ্রহনকারি শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ প্রদান করা হয়। এসব পরিবেশনায় উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিদের মুগ্ধ করেছে।
'স্কুল ব্যাংকিং কনফারেন্স'-এ বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তাদের বক্তব্যে কথা উঠে এসেছে একটি জাতিকে উন্নতি করতে হলে ব্যাংকিং সেবার সাথে যুক্ত হতে হবে। ভবিষ্যতে উচ্চ শিক্ষা গ্রহন, ক্যারিয়ার গঠন এবং জীবনকে সুন্দর করতে হলে সঞ্চয় করতে হবে। সে জন্য স্কুলের শিক্ষার্থীদের 'স্কুল ব্যাংকিং' সেবার সাথে যুক্ত হওয়া জরুরী। দেশের বিভিন্ন পর্যায়ের ব্যাংকগুলো শিক্ষার্থীদের জন্য সে দায়িত্ব হাতে নিয়েছে। বানিজ্যিক ব্যাংকগুলো যে শুধু লাভ করছে তা নয়, ব্যাংকগুলো অর্থনীতিতে রক্ত সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশের ব্যাংকিং খাত ছাত্র-ছাত্রীদের ভবিষ্যত নিশ্চিত করতে পাশে থাকার অঙ্গীকার করছে।
এএজে
