কলাপাড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন

"দুঘর্টনা -দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি" এ প্রতিপাদ্য সামনে রেখে কলাপাড়ায় কুচকাওয়াজ, যান্ত্রিক র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উদযাপন হয়েছে।
মঙ্গলবার সকালে পটুয়াখালীর কলাপাড়ায় ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য জাতীয় পতাকা ও কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম ফায়ার সার্ভিসের বিভাগীয় পতাকা উত্তোলন করেন। পরে আনুষ্ঠানিক ভাবে নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য ফায়ার সপ্তাহ উদ্বোধন করেন।
এ উপলক্ষে খেপুপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে’র স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্ততি কর্মসূচী’র (সিপিপি) সহকারী পরিচালক আছাদউজ্জামন খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম প্রমুখ।
উপজেলা ফায়ার স্টেশনের আঙিনা ও ভবন রঙিন পতাকা, ব্যানার ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়েছে। ফায়ার স্টেশনের গাড়ি পাম্প,অগ্নি নির্বাপনও উদ্ধার সরঞ্জামামি প্রদর্শন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরে যান্ত্রিক র্যালি বের করা হয়।
সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সপ্তাহব্যাপী স্কুল, কলেজ, হাট, বাজার, শিল্প প্রতিষ্ঠান বিপণিবিতান, শপিং মল সহ বিভিন্ন স্থানে গনসংযোগ, ঝকিপূর্ণ প্রতিষ্ঠান পরিদর্শন ও পরামর্শ প্রদান ও বিভিন্ন স্থানে মাইকিং করা হয় বলে খেপুপাড়া স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেন জানান।
এইচকেআর