ঢাকা বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘পুলিশে কইছে সরকার আনবে, কিন্তু কবে আনবে তা তো কয় না’ মৎস্যজীবী লীগের সাবেক সভাপতিসহ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান ককটেল বিস্ফোরণে উড়ে গেছে ঘর, জমিতে পড়ে ছিল মরদেহ জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ অনুমোদনের অপেক্ষায় বরিশাল মহানগরের বহিস্কৃত তিন নেতাকে সুখবর দিল বিএনপি ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা প্রধান আসামিসহ সংশ্লিষ্টদের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ তারেক রহমান আগামীদিনের গণতন্ত্রের টর্চবেয়ারার: আমীর খসরু কারাগারে অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ, ঢামেকে ভর্তি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবদল–শ্রমিক দলের সংঘর্ষ, আহত ১৫
  • ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৩, সুস্থ ১৯৬

    বরিশালে কমতে শুরু করেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা 

    বরিশালে কমতে শুরু করেছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ডায়রিয়ার প্রকোপ কমতে শুরু করেছে। বেড়েছে আক্রান্তের চেযে সুস্থতার হার। জেলা-উপজেলার উপদ্রুত এলাকায়ও সুস্থতার হার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। 

    বিজ্ঞপ্তি অনুসারে বরিশাল বিভাগের ৬ জেলার ৪০ টি উপজেলায় নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। সুস্থতার সংখ্যা ১৯৬। এছাড়া এদিন কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। 

    অপরদিকে গত ৭ দিনে আক্রান্ত হয়েছিলেন ২৩৫৮ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ২৩৪১ জন। সে হিসেবে কিছুটা হলেও কমতে শুরু করেছে আক্রান্তের সংখ্যা্। ২৪ ঘণ্টায় বরিশালে আক্রান্ত হয়েছেন ২৬ জন, সুস্থ ২০ জন, পটুয়াখালীতে আক্রান্ত ৩২, সুস্থ ৩৬, ভোলায় ৫৯ জনের আক্রান্তের বিপরীতে সুস্থ হয়েছেন ৬৫ জন। 

    এছাড়া পিরোজপুরে আক্রান্ত ৪৫, সুস্থ ৪১, বরগুনায় সুস্থ হয়েছেন ২৯ জন, আক্রান্ত ২৬ এবং ঝালকাঠিতে ৫ জন করে সুস্থ এবং আক্রান্ত হয়েছেন।

    সংশ্লিষ্টরা জানান, মূলত গরম কমে যাওয়ার কারণে মানুষ ডায়রিয়ায় কম আক্রান্ত হচ্ছে। এছাড়া সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীর পানি বেড়ে যায়, এ কারণে পানির লবণাক্ততা কিছুটা হলেও হ্রাস পেয়েছে। তাছাড়া মানুষের মাঝে সৃষ্ট সচেতনতাও ডায়রিয়ার প্রকোপ কমার অন্যমত কারণ।

    প্রসংগত, ডায়রিয়া রোগীর চিকিৎসার জন্য বিভাগের ৬ জেলায় ৪০৫ টি টিম বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের আওতায় কাজ করছে বলে জানায় পরিচালকের কার্যালয় সূত্র। 
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ