মুলাদীতে মৎস্যজীবি দল থেকে ত্যাগীদের পদত্যাগ


অযোগ্য, অশিক্ষিত, দলের কোন কর্মসূচীতে অংশগ্রহণ না করা লোক দিয়ে মুলাদী পৌরসভা মৎস্য দলের কমিটি দেয়ায় পৌর মৎস্য জীবি দলের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক কালাম মল্লিক পদত্যাগ করেছেন।
পৌর মৎসজীবি দলের সাবেক এই সভাপতি জানান, দীর্ঘদিন দলের আন্দোলন সংগ্রামে নিজিকে শামিল রেখে, হামলা-মামলার স্বীকার হয়ে দায়ীত্ব পালন করে আসলেও হঠাৎ করে দলের গঠনতন্ত্রকে তোয়াক্কা না করে অযোগ্য লোককে পৌর মৎসজীবি দলের আহবায়ক করা হয়েছে, আমি দলের সাবেক সভাপতি থাকার পরেও আমাকে কিভাবে বর্তমান কমিটির যুগ্ন-আহবায়ক করা হয়েছে।
তিনি আরও বলেন, বরিশাল উত্তর জেলা মৎস দলের সভাপতি ও সাধারন সম্পাদক অর্থের বিনিময়ে অযোগ্য লোক দিয়ে কমিটি গঠন করেছে যার ফলে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতারা দলথেকে ছিটকে পড়েছে। এভাবে চলতে থাকলে মুলাদী মৎসজীবি দল তার সাংগঠনিক দক্ষতা হারিয়ে নিষ্কিয় হয়ে যাবে বলে ধারনা করছে মৎস দলের নেতাকর্মীরা। পৌর মৎস দলের সাবেক সাধারণ সম্পাদক খোকন শরীফ বলেন, আমি দীর্ঘদিন মৎস দলের দায়ীত্ব সুনামের সাথে পালন করে আসলেও হঠাৎ অদৃশ্য কারণে আমাকেও বর্তমান আহবায়ক কমিটি থেকে বাদ দেয়া হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিষয়টি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা পদবঞ্চিত নেতাদের।
এমবি
