ফের মৃদু তাপপ্রবাহের দিকে বরিশালের আবহাওয়া


মৃদু তাপপ্রবাহের কাছাকাছি পৌঁছেছে বরিশালের আবহাওয়া। গত কয়েক দিনে ক্রমাগতভাবে তাপমাত্রা বাড়ছে। তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে বরিশাল আবহাওয়া অফিস।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান জানান, আগামী দুই থেকে তিনদিন বরিশালে থেমে থেমে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে ফের পরিবেশের তাপমাত্রা বাড়বে। দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার বিকাল তিনটায় বরিশালের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ৩৫.৪ ও সর্বনিম্ন ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিলো শতকরা ৬৪ ভাগ। শুক্রবারের আগের তিন দিন ধারাবাহিকভাবে তাপমাত্রা এক ডিগ্রির অধিক হারে বেড়েছে।
এমবি
