আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে নাকাল বরিশালবাসী


আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের কারণে নাকাল হয়ে পড়েছে বরিশালবাসী। আজ শনিবার সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। একটানা ১০ ঘণ্টারও অধিক সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় যেন থমকে গেছে নাগরিক জীবন।
এর ফলে অধিকাংশ আর্থিক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বিঘ্ন ঘটছে শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমেও ।
একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে বিদ্যুৎ না থাকার ভোগান্তি- সবমিলিয়ে নাকাল বরিশাল নগরবাসী। যদিও বিদ্যুৎ না থাকার বিষয়ে পৃর্বেই প্রচারণা চালিয়েছিল বিদ্যুৎ বিভাগ। কিন্তু তাদের সে সীমিত প্রচারণার বিষয়ে অনেকেই অবগত ছিলেন না। আর এ কারণে সৃষ্ট ভোগান্তিতে ক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৯টার পরপরই মহানগরীর অধিকাংশ এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে পূর্ব প্রস্তুতি না থাকায় নানান ধরনের সমস্যার সম্মুখীন হন স্থানীয়রা। এমনি একজন আলেকান্দা এলাকার বাসিন্দা মুনসুর আহম্মেদ।
তিনি জানান, সকাল থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, লোক মুখে শুনেছি বিকেল পাঁচটায় পুনরায় বিদ্যুৎ চালু হবে। বিদ্যুৎ অফিস থেকে যে প্রচারণা চালানো হয়েছিল সে সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না। যে কারণে মোটর থেকে পানি তুলতে পারিনি। বাসায় দৈনন্দিন ব্যবহার্য পানিও না থাকায় এখন চরম ভোগান্তি পোহাচ্ছি।
বাংলাবাজারের কম্পিউটার দোকানের ব্যবসায়ী সুমন বলেন, আমাদের সকল কাজই বিদ্যুৎ সংশ্লিষ্ট। কম্পিউটার কম্পোজ, ফটোকপি সহ সব কাজ বন্ধ রয়েছে। ফলে আর্থিক ক্ষতির সম্মুখিন হচ্ছি। একই ধরনের অভিযোগ করেছেন একাধিক ব্যবসায়ী এবং স্থানীয়রা।
এদিকে সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুতের লাইনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। এগুলোর জরুরি ভিত্তিতে মেরামত প্রয়োজন। এছাড়া ট্রান্সফরমারগুলো অতিরিক্ত লোড নিতে না পারায় একের পর এক বিকল হচ্ছে। যার বিরূপ প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহে।
তারা বলেন, বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। কাজ সম্পন্ন হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে এ প্রতিবেদন তৈরিকালে সন্ধ্যা ৬ টায়ও বিদ্যুৎ ব্যবস্থা সচল হয়নি বরিশালে।
এমবি
