ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

বরিশালে সহকর্মীর ভুলে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু

বরিশালে সহকর্মীর ভুলে বৈদ্যুতিক পোস্টে ঝুলেই লাইনম্যানের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সহকর্মীদের অসাবধানতায় বৈদ্যুতিক পোস্টে ঝুলেই মৃত্যু হয়েছে ফয়সাল হাওলাদার (৩০) নামের এক লাইনম্যানের। কাজ শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ দেয়ায় বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়।

 

শনিবার বিকাল সোয়া ৫টার দিকে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (পাওয়ার হাউস) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তার বৈদ্যুতিক পোস্টের তারের সাথে ঝুলে থাকা ফয়সালের মৃতদেহ উদ্ধার করেন। দুর্ঘটনা নিহত লাইনম্যান ফয়সাল হাওলাদার বরিশাল সদর উপজেলার কাউনিয়া থানাধীন চরবাড়িয়া এলাকার সিকিম আলী হাওলাদারের ছেলে।

 

তথ্য নিশ্চিত করে বরিশাল সদর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র স্টেশন অফিসার হাসান আলী জানিয়েছেন, ‘পাওয়ার হাউজ চত্ত্বরে মই বেয়ে পোলে উঠে কাজ করছিলেন লাইনম্যান ফয়সাল হাওলাদার। লাইন মেরামত শেষ না হতেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হলে ওই লাইনম্যান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার ওপর থেকে নামিয়ে আনে। পরে ময়না তদন্তের জন্য ফয়সালের মৃতদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ