ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে আ'লীগের ৩ দিনের কর্মসূচি

সাহান আরা বেগমের মৃত্যুবার্ষিকীতে আ'লীগের ৩ দিনের কর্মসূচি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপির সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র মাতা, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সংস্কৃতজন শহীদ জননী বীর মুক্তিযােদ্ধা মরহুমা সাহান আরা বেগমের মৃত্যুতে তিনদিনের কর্মসূচি হাতে নিয়েছে মহানগর আওয়ামী লীগ। 

আজ দফতর সম্পাদক হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কর্মসূচিতে রয়েছে ৭ জুন সকাল ৬ টায় শহীদ সােহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও কালাে পতাকা উত্তােলন। সকাল ১০ টায় মহানগর আওয়ামী লীগ, সহযােগী সংগঠন ও ৩০টি ওয়ার্ড কর্তৃক মুসলিম গােরস্থানে মরহুমার কবরে পুষ্প অর্পণ ও কবর জিয়ারত, ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত কালাে ব্যাচ ধারণ, ৭ জুন থেকে ৯ জুন পর্যন্ত দলীয় কার্যালয়ে ফজর থেকে আসর পর্যন্ত পবিত্র কোরআন তিলাওয়াত, ৭ জুন ৩০টি ওয়ার্ডে দিনব্যাপী পবিত্র কোরআন তিলাওয়াত এবং সকল ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং ৯ জুন জোহর বাদ দলীয় কার্যালয়ে মরহুমার রুহের মাগফেরাত কামনায় দোয়া মােনাজাত। 

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ জুন ঢাকায় মৃত্যুবরণ করেন সর্বজন শ্রদ্ধেয় সাহান আরা বেগম। বঙ্গবন্ধুর ভাগ্নে বউ সাহান আরা বেগম ছিলেন একজন মুক্তিযোদ্ধা ও শহীদজননী। তার বড় ছেলে সুকান্ত আবদুল্লাহকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যা করা হয়। সেই রাতে ঢাকার ২৭ মিন্টো রোডে শ্বশুর বঙ্গবন্ধুর ভগ্নিপতি শহীদ আবদুর রব সেরনিয়াবাতের বাসভবনে পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন সাহান আরা বেগম। তিনি ওই রাতের প্রত্যক্ষদর্শী যেমন ছিলেন, তেমনি গুলিবিদ্ধ হয়ে নিজেও আহত হন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ