ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

হিজলায় সিজার ছাড়াই তিন শিশুর জন্ম দিলেন মা

হিজলায় সিজার ছাড়াই তিন শিশুর জন্ম দিলেন মা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোহাম্মদ ফারুক ব্যাপারির স্ত্রী সেলিনা বেগম দুপুর দুইটার দিকে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হিজলা উপজেলা সদর প্রাইভেট ক্লিনিক রেমেডি নিয়ে আসে তখন রেমিডি কর্মকর্তারা রোগীর অবস্থা খারাপ দেখে দূরত্ব সিজার করার কথা বলে বরিশাল শেরে বাংলায় চলে যেতে বলেন। কিন্তু রোগীর পরিবার এতটাই অসচ্ছল যে গাড়ি ভাড়া দিয়েই বরিশাল যেতে পারবেনা। 

তখন তারা কোন উপায়ান্তর না পেয়ে পাশেই হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। নিয়ে আসার পরেই তার প্রথম ছেলে বাবুর জন্মগ্রহণ করে এর পাঁচ মিনিট পরে আরেকটি ছেলে বাবু জন্মগ্রহণ করে এর দশ মিনিট পরেই আরেকটি ছেলে বাবুর জন্মগ্রহণ করে। হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার সাহারাজ হায়াত ও সিনিয়র নার্স মাকসুদা বেগম ও মিডওয়াইফ লাবনী আক্তার বাচ্চাগুলোর ডেলিভারি করেন।এ ব্যাপারে ডাক্তার সারাজ হায়াতের সাথে আলাপকালে তিনি জানান রোগী খুবই অসুস্ ও পেটের ব্যাথায় মেডিকেলে ভর্তি করান। এর এক থেকে দেড় ঘণ্টা পরেই নবজাতক শিশু গুলো জন্মগ্রহণ করেন। 

তিনি আরো জানান অপারেশন সিজারিয়ান ছাড়াই শিশু গুলো জন্মগ্রহণ করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।নবজাতক শিশুর মা সুস্থ থাকলো শিশু গুলো খুবই অসুস্থ।  তারা শ্বাস-প্রশ্বাসে কষ্টে আছেন ওজন কম খাওয়ার সমস্যা ও ফুসফুসের সমস্যায় আছেন। তাদের কে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।শিশুগুলোকে জরুরী ভিত্তিতে আইসিইউতে নেওয়া উচিত। কিন্তু পরিবারটি খুবই অসহায় ও গরীব।তাদের টাকা পয়সা না থাকায় উন্নত চিকিৎসার জন্য বলা হলেও তারা হিজলায় স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি আছেন।এতে শিশু গুলোর মৃত্যু ঝুঁকি আছে। এ ব্যাপারে শিশুগুলোর বাবা ফারুক বেপারী জানান টাকার অভাবে তার বাচ্চা গুলো মারা যেতে পারেন। তাই তিনি বিত্তবানদের এগিয়ে আসার সহযোগিতা কামনা করছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ