প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন জলবায়ুযোদ্ধারা


বাংলাদেশে বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ বিপর্যয় রোধ, পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় নতুন জীবাশ্ম জ্বালানির উৎপাদন ও এ সংক্রান্ত অবকাঠামোর উন্নয়ন প্রকল্প তেল, গ্যাস ও কয়লাভিত্তিক জীবাশ্ম জ্বালানির আর কোন নতুন প্রকল্প গ্রহণ না করার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ডে খোলাচিঠি পাঠিয়েছেন তরুণ জলবায়ুযোদ্ধারা। সেই সঙ্গে জলবায়ু সুরক্ষায় সৌরশক্তি ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে গতি আনতে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিনিয়োগ বাড়ানোর দাবি জানান তারা।
শনিবার (৫ জুন) সকালে বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের ডাকবাক্সে প্রধানমন্ত্রী বরাবর পোস্টকার্ডে খোলা চিঠি পাঠান তারা। ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ বৈদেশিক দেনা বিষয়ক কর্মজোট (বিডাব্লুজিইডি)-এর যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রীর কাছে প্রেরিত চিঠির দাবিগুলির মধ্যে বৈশ্বিক জলবায়ু সমস্যাকে গুরুত্ব দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রকল্প গ্রহণ, জ্বালানি খাতে গৃহীত প্রকল্পে স্থানীয় পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার বিঘ্ন সৃষ্টি না করা, অনৈতিকভাবে জমিদখল না করা, ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করা, সাধারণ মানুষকে হয়রানি না করার দাবি করা হয়। একই সাথে বাংলাদেশের শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার উদ্যোগ নেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান, বরিশাল জেলা সমন্বয়কারী কথক বিশ্বাস, ময়ূরী আক্তার টুম্পা, নিবেদিতা হালদার পিংকি, অর্ণব ঘোষ, তুষার, তাহসিন মিতুল প্রমুখ।
এসএমএইচ
