ভোলায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ : ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৫৯


মৌসুম পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে ভোলায়। হঠাৎ করে আক্রেন্তের হার বেড়ে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা দিতে স্বাস্থ্যকর্মীরা যেমন হিমশিম খাচ্ছে, তেমনি সৃষ্টি হয়েছে বেড সংকট। ফলে বেশিরভাগ রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, আবহাওয়ার পরিবর্তন ও মানুষের অসচেতনতায় প্রকোপ বেড়েছে ডায়রিয়ার।
ভোলা জেনারেল হাসপাতাল প্রশাসন জানিয়েছেন, প্রতিদিনি ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হয়ে আসছিল। কিন্তু বুধবার (৭ এপ্রিল) হঠাৎ করেই দ্বিগুন রোগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ভোলা সদর হাসপাতাল ও ৬টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫৮ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ভোলা সদর হাসপাতালে চিকিৎসারত আছেন ১৩৩ জন। এই ১৩৩ জন রোগীর মধ্যে ৪১ জন শিশু; বাকিরা প্রাপ্ত বয়স্ক।
ভোলা জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য ১০টি শয্যা বরাদ্দ থাকে। বিগত এক সপ্তাহে রোগীর সংখ্যা বাড়তে শুরু করলে সেই সীমাবদ্ধতা কাটিয়ে এখন প্রায় সব কক্ষেই ডায়রিয়া রোগী রয়েছে।
ডায়রিয়া ওয়ার্ডের মেঝেতে থাকা কুলসুম নামে রোগীর এক স্বজন জানান, গতকাল থেকে বাচ্চার ডায়রিয়া ও বমি দেখা দেয়। বুধবার সকালে দ্রুত হাসপাতালে নিয়ে এসেছি, তার চিকিৎসা চলছে।
ভোলার পশ্চিম ইলিশা থেকে ডায়রিয়ার চিকিৎসা নিতে আশা নাইমের (৪) মায়ের সাথে কথা হলে তিনি জানান, সকাল ১০ টার সময় ভর্তি হলেও বেড পাননি। মেঝেতে শুইয়ে রেখেই স্যালাইন দিয়ে গেছে ডাক্তার।
ডায়রিয়া রোগী রাকিব জানান, তিনি সদর উপজেলার রাজাপুর থেকে চিকিৎসা নিতে এসছেন। সদর উপজেলার উত্তর দিঘলদী থেকে আসা রাবেয়া জানান, তার ৬ বছরের মেয়ের ডায়রিয়া হয়েছে। তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু বেড না পাওয়ায় খুব বেকায়দায়অআছেন।
ভোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাসরিন আক্তার বলেন, ডায়রিয়া রোগীদের চাপ বেশি থাকায় সেবা দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হচ্ছে। এখানে ডায়রিয়ার ১০টি বেডে বর্তমানে রোগী আছেন ১৩৩ জন। আর আমাদের নার্স রয়েছে মাত্র ২ জন। আমরা রোগীদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম জানান, এপ্রিল মাসে ডায়রিয়া আক্রান্তের মৌসুম। অসতর্ক হলেই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়বে। ডায়রিয়া রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পর্যাপ্ত ওষুধ-স্যালাইন সরবরাহ করা হয়েছে। আশা করি সহজেই এই প্রকোপ মোকাবেলা করা যাবে।
এমবি
