ঢাকা বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

Motobad news

কলাপাড়ায় টমটম থেকে পড়ে শিশুর মৃত্যু

কলাপাড়ায় টমটম থেকে পড়ে শিশুর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পটুয়াখালীর কলাপাড়ায় টমটমের ওপর থেকে পড়ে নাদিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাদিম ওই গ্রামের মো. জামাল মুসুল্লীর ছেলে। 

স্বজনরা জানান, নিজেদের বাড়ির সামনে থামানো একটি টমটম উপর শিশু নাদিম খেলছিল। হঠাৎ করে টমটমটির উপর থেকে পড়ে যায়। এতে নাকের উপরিভাগে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাৎক্ষনিক পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, নিজেদের টমটমে এ দুর্ঘটনার কারনে কারোর কোন অভিযোগ নেই । তবে এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে তিনি জানান।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন