ঢাকা বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • কয়েদিদের নিবন্ধন শুরু ২১ ডিসেম্বর স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে বিএনপির শপথ হাদিকে গুলি : শ্যুটারদের পালাতে সহযোগিতার কথা স্বীকার ২ আসামির ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন : প্রেস উইং বরিশাল-৩ আসনে বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠানে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ   বরিশালে সাবেক ছাত্রমৈত্রী নেতা সাব্বির আহমেদ ইর‍ানের ‍‍ইন্তেকাল বরিশ‍ালে মহান বিজয় দিবসে ছাত্রদল নেতা তরিকুল ইসলাম তারেক’র নেতৃত্বে শোভাযাত্রা  খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে  বাড্ডায় ‘লং মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিতে পুলিশের বাধা নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
  • নলছিটিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে মতবিনিময় 

    নলছিটিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে মতবিনিময় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোর কিশোরীদের স্বাস্থ্য অধিকার নিয়ে ঝালকাঠির নলছিটিতে তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্ম ও চিলড্রেন এন্ড ইয়ুথ  ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাাইডো) এর সহযোগিতায় এবং নারী পক্ষের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. রাসেল ঢালী। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাগুয়া কলেজের সহকারী অধ্যাপক ও সাংবাদিক মেসবাহ খান রতন, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সমাজসেবা কর্মকর্তা  মোজাম্মেল হক, সাংবাদিক খলিলুর রহমান মৃধা, তারুণ্যের কন্ঠস্বর প্ল্যাটফর্মের জেলা সমন্বয়ক রাফিউল ইসলাম, নলছিটি উপজেলা সমন্বয়ক  মেহরাব হোসেন  রিফাত ও সুমি আক্তার। 

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল ও সঞ্চালনায় ছিলেন শিক্ষক ও সাংবাদিক আমির হোসেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ