রাজাপুরে ছাত্রলীগের ছাত্র সমাবেশ


ঝালকাঠি জেলার রাজাপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়।
র্যালি শেষে রাজাপুর উপজেলা পরিষদ মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন সাবেক খাদ্য ও শিল্পমন্ত্রী, ১৪ দলীয় মুখপাত্র ও সমন্বয় আমির হোসেন আমু এমপি।
অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি আল মাসুদ মধু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি ডেজলিং তালুকদার, সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন মৃধা, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাম দুলাল তেওয়ারি,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন সমাদ্দার, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী, ওয়াহিদুজ্জামান অহিদ। দপ্তর সম্পাদক মো. গফুর, গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাজু প্রমূখ।
এইচকেআর
