ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • নির্বাচনে এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি চলছে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’, গ্রেফতার হাজারের বেশি আমি ক্ষমতাকে প্রশ্ন করতে চাই, রাজনৈতিক বাধা আমাকে থামাতে পারবে না স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়েই তার পদত্যাগ চাইলেন সাদিক কায়েম সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে বাড্ডায় ফের যাত্রীবাহী বাসে আগুন হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩ পরিবারের সিদ্ধান্তে হাদিকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে হাদির ওপর হামলায় সন্দেহভাজন দুজনের পাসপোর্ট ব্লক, আটক ৩ ভোটের মাঠে চোরাগোপ্তা হামলার আশঙ্কা ইসির, কঠোরভাবে দমনের নির্দেশ
  • ঝালকাঠিতে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    ঝালকাঠিতে কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শোভাযাত্রা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে ঝালকাঠিতে জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

    এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে কালের কণ্ঠ’র পক্ষ থেকে ফুল দিয়ে অতিথিদের শুভেচ্ছা জানানো হয়। অতিথিদের নিয়ে জন্মদিনের কেক কাটেন প্রধান অতিথি ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি কে এম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ঝালকাঠি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। 

    বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আব্দুর রশীদ ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়। 

    আলোচনায় অংশ নেন কালের কণ্ঠের রাজাপুর উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান জসীম ও কালের কণ্ঠ শুভ সংঘের সাধারণ সম্পাদক তাসিন অনিক মৃধা। আলোচনা সভা শেষে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেন শুভসংঘের সদস্য ও অতিথিবৃন্দ। 

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠি প্রেস ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রতন আচার্য্য, সদস্য দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান টিটু, ইত্তেফাক প্রতিনিধি শফিউল ইসলাম সৈকত, একাত্তর টিভির প্রতিনিধি তরুন সরকার, জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি আতিকুর রহমান, মানব কণ্ঠের প্রতিনিধি রাজু খান, বিটিভি প্রতিনিধি জান্নাতুন নাঈম দিপ, ভোরের ডাক প্রতিনিধি উজ্জল রহমান ও কালের কণ্ঠ শুভ সংঘের সদস্য কনা আক্তার। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ