ঢাকা মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

Motobad news
শিরোনাম
  • ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, নৌবাহিনী সদস্যদের সাথে ধস্তাধস্তি বরিশালে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক  রোহিঙ্গাদের নিজেদের বাড়ি ফেরাতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্যসহ ১১ দেশ ৩ দফা দাবিতে দুই ঘন্টা মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের ববি ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্ররা দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৪টি স্মার্ট টিভি নিয়ে উধাও পর্যটক  সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
  • বাউফলে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার

    বাউফলে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় যুবলীগকর্মী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অটোরিকশা ছিনিয়ে নেওয়ার মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামে মো. সোহাগ মৃধা (৩৮) নামে এক যুবলীগ কর্মীকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোহাগের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার  অভিযোগ রয়েছে।

    সোহাগ মৃধা দরিয়াবাদ গ্রামের বাসিন্দা মো. খলিলুর রহমান মৃধার ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

    অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মকর্তা বলেন,‘সোহাগের গ্রেপ্তারের খবরে দরিয়াবাদ গ্রামের মানুষ আনন্দিত। অনেকে মিষ্টি বিতরণ করেছেন।’

    পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় মো. আফজাল হাওলাদার নামে এক ব্যক্তির ২০১৯ সালের ৩১ অক্টোবর ব্যাটারি চালিত অটোরিকশা ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেয় সোহাগ। ওই ঘটনায় মামলা করেন অটোরিকশার মালিক ও চালক অফজাল। ওই মামলায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে পুলিশ অভিযান চালিয়ে দরিয়াবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে।

    সোহাগের বিরুদ্ধে একটি মারামারির মামলায় এক মাসের কারাদণ্ড অনাদায়ে চার হাজার টাকা জরিমানা করে পটুয়াখালী আদালত। এছাড়াও বাউফল থানা ও পটুয়াখালী আদালতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, সোহাগ মাদক ব্যবসার সঙ্গে জড়িত। যা এলাকার অধিকাংশ মানুষ জানে। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।’

    যদিও এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন সোহাগ ও পরিবারের স্বজনেরা।

    বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন,‘তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা আছে। তাই তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ