ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১৫৭, সুস্থ ১৭৮

বরিশালে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত ১৫৭, সুস্থ ১৭৮
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে কমেছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় বিভাগের ৬ জেলায় ১৫৭ জন নতুন করে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৭৮ জন ব্যক্তি। ‍

এর আগের দিন ‍উপদ্রুত ‍এলাকায় আক্রান্তের সংখ্যা ছিল ১৮২ জন। বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১৯৭ জন রোগী।

মঙ্গলবার (৮ জুন) বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুসারে বরিশালে নতুন আক্রান্তের সংখ্যা ২২, সুস্থ ৩১ জন। পটুয়াখালীতে আক্রান্ত হয়েছেন ১৬ জন, সুস্থ ৩১, ভোলায় আক্রান্ত ৫৯, সুস্থতার সংখ্যা ৪২ জন। ‍

এছাড়া পিরোজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন, সুস্থতা লাভ করেছেন ৩৭ জন, বরগুনায় আক্রান্ত ১৮, সুস্থ ২৪ ‍এবং ঝালকাঠিতে ১৩ জন করে আক্রান্ত ‍এবং সুস্থতা লাভ করেছেন।

প্রসংগত, বরিশালে গত ১ জানুয়ারি থেকে ‍এ পর্যন্ত ২২ ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন