ভাণ্ডারিয়ায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশ


পিরোজপুরে শনিবার সকালে ভাণ্ডারিয়ায় থানার উদ্যোগে স্থানীয় পৌর শেখ কামাল অডিটরিয়ামে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির কক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
পিরোজপুর পুলিশ সুপার মো.সাইদুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (ভাণ্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. ইব্রাহীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনিরা পারভিন।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মিরাজ, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা রানী ধর, পৌর প্রশাসক মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের প্রভাষক মো. রিয়াজ মোর্শেদ সেরনিয়াবাদ, ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান প্রমুখ।
এসময় বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, এই ভাণ্ডারিয়ায় তফাজ্জল হোসেন মানিক মিয়া সহ অনেক গুণি মাণুষের জন্ম। দেশের বিভিন্ন এলাকায় এ উপজেলার অভাবনীয় সুনাম রয়েছে।
বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত এ স্বাধীন দেশে দু একটি ছিচকে মাদক বিক্রেতা বা চক্রের কাছে এখানে উপস্থিত এতোগুলো লোক হেরে যাবো? পারিবারিক এবং সামাজিক মূল্যবোধের স্থান থেকে আপনারা সবাই সম্মিলিত ভাবে বাংলাদেশ পুলিশকে সহায়তা করলে অবশ্যই মাদক নির্মূল করা সম্ভব হবে।
২০৪১ সালে ভিশন তরান্বিত করতে হলে নতুন প্রজন্মকে মাদকের হাত থেকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সমাবেশে বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম, মন্দিরের পুরহিত, সাংবাদিক, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এইচকেআর
