নিজ মায়ের নামে পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মেয়র সাদিক


নগরীর কাউনিয়া থানাধীন বাগিয়া এলাকায় শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহান আরা বেগম এর নামে নির্মিত হচ্ছে পাঞ্জেগানা মসজিদ। মঙ্গলবার বাঘিয়ায় ‘সাহান আরা পাঞ্জেগানা’ মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মরহুমার জ্যেষ্ঠপুত্র ও বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ফলক উন্মোচন পরবর্তী দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে তিনি মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহমেদ মান্না, মহানগর আওয়ামী লীগ নেতা গোলাম সরোয়ার রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।
এমবি
