বরিশাল ডিভিশন এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের সাথে পপুলার ডায়াগনস্টিক’র চুক্তি


২০০০ ব্যাচ বরিশাল ডিভিশনের প্রাক্তন শিক্ষার্থীদের সাথে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ‘ডিসকাউন্ট’ চুক্তি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ মে) সন্ধ্যায় প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এই চুক্তি সম্পাদন হয়। পপুলার ডায়াগনস্টিক সেন্টার স্ব-উদ্যোগে চুক্তিতে অন্তর্ভুক্ত হয়েছে।
নব সম্পাদিত চুক্তির আওতায় বরিশাল বিভাগের ২০০০ সালের এসএসসি এবং ২০০২ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের সব ধরনের চিকিৎসা সেবায় বিশেষ আর্থিক সুবিধা পাবেন। পাশাপাশি যথাযথ সেবার মান নিশ্চিতের আশ্বাস দিয়েছে ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
চুক্তি সম্পাদনের অন্যতম উদ্যোক্তা রেজাউল ইসলাম বাপ্পি জানান, কোন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের এ ধরনের চুক্তি সম্ভবত বরিশালে এই প্রথম। ‘ডিসকাউন্ট’ চুক্তির পিছনে কাজ করেছে সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক উদ্যোগ। এর ফলে দুটি ভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মধ্যে যুগান্তকারী মেলবন্ধন সৃষ্টি হয়েছে। অন্যান্য চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের পদাঙ্ক অনুসরণ করবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে বরিশাল ডিভিশন এসএসসি ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ফয়সাল, শুভ, প্রিন্স, রুবেল, তুহিন সহ অন্যান্য শিক্ষার্থী এবং ডায়াগনস্টিক সেন্টার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এমবি
