ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম

ববির বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা ২৪ জুন

ববির বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা ২৪ জুন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী ২৪ জুন শুরু হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা। স্বাস্থ্যবিধি মেনে এ পরীক্ষায় অংশগ্রহন করবেন শিক্ষার্থীরা।

উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে বুধবার (৯জুন) সকাল ১১ টায় অনলাইনে অনুষ্ঠিত হওয়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৩৩ তম সভায়  এ সিদ্ধান্ত  গ্রহণ করা হয় ।  বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে ই-মেইল বার্তায় পাঠানো প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তীতে উল্লেখ করা হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের হল সমূহ বন্ধ থাকবে এবং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন সুবিধা গ্রহণ করতে পারবেন না।  পূর্বের সিদ্ধান্ত অনুযায়ি বিভিন্ন বিভাগের মিডটার্ম পরীক্ষা আগামী ১৫ জুন থেকে অনলাইনে অনুষ্ঠিত হবে। 

এ ছাড়া বিভিন্ন বিভাগের স্থগিত হওয়া ফাইনাল পরীক্ষা শুরু হবে আগামী ২৪ জুন। স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক শিক্ষার্থীদের স্ব-শরীরে উপস্থিতির মাধ্যমে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।  এছাড়া  অন্যান্য পরীক্ষাসমূহের ক্ষেত্রে স্ব-স্ব বিভাগের একাডেমিক কমিটি আলোচনা করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ