চরফ্যাশনে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার


ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার উত্তর চর মানিকা গ্রাম থেকে অজ্ঞাত (৭৫) এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৪ জানুয়ারী) দুপুর ৩ টায় দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের উত্তর চরমানিকা গ্রামের ময়নাবাজার সংলগ্ন শানু মাতব্বর সরিষা ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
উত্তর চরমানিকা ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. সবুজ জানান, মঙ্গলবার দুপুর ৩ টার দিকে চরমানিকা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর চরমানিকা গ্রামের ময়নাবাজার সংলগ্ন শানু মাতব্বরের সরিষা ক্ষেতে ওই অজ্ঞাত বৃদ্ধার লাশ দেখতে পেয়ে আমাকে ও দক্ষিণ আইচা থানা পুলিশকে জানায় স্থানীয়রা।
সত্যতা নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার দায়িত্বরত ডিউটি অফিসার এস আই নেসার উদ্দিন বলেন, ঘটনাস্থলে এসে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত বৃদ্ধার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
এইচকেআর
