ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নদীতে  ডুবলো ‘এফভি ক্রিস্টাল-৮’

নদীতে  ডুবলো ‘এফভি ক্রিস্টাল-৮’
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কর্ণফুলী নদীতে ‘এফভি ক্রিস্টাল-৮’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে ট্রলারের কারো কোনো ক্ষতি হয়নি। বুধবার ভোরে কর্ণফুলী উপজেলার শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় এ ঘটনা ঘটে। জাহাজটি কর্ণফুলী নদীতে মেরামত করা হচ্ছি। কোস্টগার্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কোস্টগার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডোর মো. হাবিবুর রহমান বলেন, ক্রিস্টাল এইড নামের একটি শিপিং বোট মেরামতের জন্য শাহ আমানত সেতুর কাছে নোঙ্গর করা ছিল। 

গত বুধবার ভোরের দিকে জাহাজের কোন এক জায়গায় ফুটো হয়ে পানি উঠতে শুরু করে। পরে জাহাজের ক্রু-রা চিৎকার শুরু করলে আশেপাশের ট্রলার, শিপিং বোট গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। তবে পুরো জাহাজটি পানিতে তলিয়ে যায়।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন