ঢাকা শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান ভোটকেন্দ্রে সন্ত্রাস, জাল ভোট ও অস্ত্র প্রদর্শন রোধে ইসির কঠোর নির্দেশ বিড়িতে সুখটান দেওয়া বক্তব্যের ব‍্যাখ‍্যা দিলেন ফয়জুল হক ‘বিড়িতে সুখ টান দিয়েও দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লাহ মাফ করে দিতে পারে’ বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হলেন নাজিমুদ্দিন আলম ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নেই, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: জামায়াত   ইরানের মাশহাদ বিক্ষোভকারীদের দখলে, ভিডিও পোস্ট করে ট্রাম্পের দাবি বরিশালের বহিষ্কৃত ১২ নেতা-নেত্রীকে পদে ফেরাল বিএনপি রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান ভোলায় ঘন কুয়াশায় মরে যাচ্ছে ধানের চারা, দুশ্চিন্তায় কৃষকরা
  • ঢাক-ঢোল পিটানো ওজা গেলেন পালিয়ে, সাপে কাঁটা রোগী হাসপাতালে 

    ঢাক-ঢোল পিটানো ওজা গেলেন পালিয়ে, সাপে কাঁটা রোগী হাসপাতালে 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের আগরপুর গ্রামে ঢাক-ঢোল পিটিয়ে এক সাপে কাঁটা রোগীর অভিনব চিকিৎসার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে বিষয়টি ইউনিয়ন চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক এর  নজড়ে আসে।  

    বুধবার সন্ধ্যায় তিন ও বাবুগঞ্জ থানাধীন আগরপুর তদন্ত কেন্দ্রের পুলিশ নিয়ে সাপে কাঁটা রোগীর বাড়িতে হাজির হলে ঢাক-ঢোল পিটিয়ে চিকিৎসা দেওয়া আকবর ফকির নামের এক ওজা ও তার দল পালিয়ে যায়।  

    পরে  সাপে কাঁটা রোগী দুলাল খানের মেয়ে হাসি আক্তারকে উদ্ধার করে  আগরপুর উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার মোঃ শফিউল আলমকে সাথে করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।  এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি আমার নজড়ে আসলে পুলিশের সহায়তা নিয়ে সাপে কাঁটা রোগী উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। 

     উল্লেখ্য ৪০ হাজার টাকা চুক্তিতে গত দুইদিন যাবৎ মধ্য যুগীয় কায়দায় ঢাক-ঢোল পিটিয়ে ঝাড়-ফুক দিয়ে সাপে কাঁটা রোগীর চিকিৎসা দিয়ে আসছিলো পার্শ্ববর্তী উপজেলার সরিকল ইউনিয়নে ওজা আকবর ফকির ও তার দল। ওই চিকিৎসা দেখতে গ্রামের হাজারো উৎসুক জনতা ভীর করছিলো ওই বাড়িতে।

     স্থানীয়রা জানায়, ওই গ্রামের দুলাল খানের মেয়ে হাসি আক্তার কে গত রবিবার মধ্য রাতে বিষাক্ত কোন জীব কামর দেয়। ওই রাতেই সাপে কাঁটার ধারনা নিয়ে স্থানীয় মালেক ফকিরের মাধ্যমে ঝাড়-ফুকের  মাধ্যমে বিষ নামায়। পরে সোমবার রাতে রোগী অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার সকাল থেকে ৪০ হাজার টাকা চুক্তিতে ঢাক- ঢোল পিটিয়ে চিকিৎসার নামে ঝাড় ফুক শুরু করে আকবর ফকির ও তার দল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ