মেঘনা নদীতে থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার


চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে এমভি মক্কা মদিনা-৩ নামে নোঙ্গর করা বাল্কহেড ডুবিতে নিখোঁজ দুই নৌযান শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) বিকালে মোহনপুর দশআনি ঘাটএলাকা থেকে নিখোঁজ মিজানুর রহমান (২৫) ও সাজু শিকদার (২৩) নামে ওই দুই নৌযান শ্রমিকের মরদেহ কোস্টগার্ড স্টেশন ডুবুরি দল উদ্ধার করে।
চাঁদপুর কোস্টগার্ড স্টেশন জানায়, মোহনপুর দশআনি ঘাটসংলগ্ন এমভি মক্কা মদিনা-৩ নামে বালুর বাল্কহেড নোঙ্গর অবস্থায় ৪ নৌযান শ্রমিকসহ ডুবে যায়। তন্মধ্যে মহিউদ্দিন ও নাঈম সিকদার সাঁতার কেটে পাড়ে উঠে যেতে সক্ষম হলেও অপর দুইজন শ্রমিক পানিতে ডুবে যায়। খরব পেয়ে কোস্টগার্ড স্টেশন স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেনের নেতৃত্বে ডুবুরি দলের সাথে ফায়ার সার্ভিসও উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। বিকাল ৩টায় দুইজনের মরদেহ বাল্কহেড ইঞ্জিন রুমের ভিতর থেকে তাদের উদ্ধার করা হয়।
চাঁদপুর স্টেশন কমান্ডার লেঃ এম সাদিক হোসেন বলেন, বাল্কহেডটি ঘটনাস্থলে নোঙ্গর অবস্থায় ছিলো। কি কারণে ডুবুছে তার কারণ জানা যায়নি। তবে ডুবে যাওয়ার সময় দুইজন শ্রমিক সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়। কিন্তু বাল্কহেডের ইঞ্জিন রুমে থাকা দুইজন শ্রমিক নিখোঁজ হয়। সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারকৃত দুই শ্রমিকের মরদেহ মোহনপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এইচকেআর
